November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 8:33 pm

মেক্সিকোতে মাদককারবারিদের গুলিতে ৬ পুলিশ নিহত

অনলাইন ডেস্ক :

মেক্সিকোতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের ছয়জন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। স্থানীয় সময় গত রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে ঘটনাটি ঘটেছে। সোমবার (২৭ জুন) এপি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। নুয়েভো লিওন প্রদেশের পুলিশ জানিয়েছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি মহাসড়কে গত রোববার ভোরের আগ মুহূর্তে হামলা চালানো হয়েছে। ওই সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল। পুলিশের দাবি, মাদক গ্যাংয়ের আক্রমণের সময় পুলিশ ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া