ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে তাদের লাশগুলো উদ্ধার করে বিআইডব্লিউটির ডুবুরি দল।
নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম (৫০) ও মো. সিয়াম (২৩)।
নিখোঁজ তিন জন হলেন- একই ইউনিয়নের আরিফুল ইসলাম (২১), হারুন অর রশিদ (৪০) ও মো. তানজিল (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতের কোনো এক সময় ভোলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আফসানা নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে রাতে মালবাহী কোনো লাইটার জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যেতে পারে। ওই সময় চালকসহ পাঁচজন বের হতে পারেননি।
ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড সোমবার দিনব্যাপী সন্ধানের পর বিকালের দিকে ডুবে যাওয়া ড্রেজারটি খুঁজে পায়। বরিশাল থেকে আসা বিআইডব্লিউটির ডুবুরি দল মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। তবে ডুবে যাওয়া ড্রেজারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। এছাড়া ড্রেজারটিও উদ্ধারের চেষ্টা চলছে।
—–ইউএনবি
আরও পড়ুন
নতুন এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর
২১ দিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেবা
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর