October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 7:38 pm

‘মেঘের কপাট’র মুক্তির বার্তা

অনলাইন ডেস্ক :

প্রায় দশ মাস সময় নিয়ে সম্পন্ন হলো ‘মেঘের কপাট’ সিনেমার শুটিং। গেলো ফেব্রুয়ারিতে এর চিত্রায়ন শুরু হয়েছিলো। সম্প্রতি ক্যামেরা ক্লোজ করেছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ। এখন পুরোদমে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নির্মাতা জানালেন, আগামী বছরের জানুয়ারিতেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ওয়ালিদ আহমেদের ভাষ্য, ‘প্রত্যেক শিল্পী চেষ্টা করেছেন তাদের সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনে শুটের সাথে সাথে গল্পের জন্য মানানসই আবহ দেবার চেষ্টা করেছি পর্দায়। আশা করি দর্শক খুব তাড়াতাড়ি সিনেমাটি দেখতে পারবেন।’ এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং ও তন্বী। এছাড়াও আছেন রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসি প্রমুখ। ‘মেঘের কপাট’র গল্প লেখার পাশাপাশি প্রযোজোনা করেছেন আফরোজা মোমেন। তিনি বলেছেন, ‘নিখাদ ভালোবাসার গল্প এটা। এতে তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে।’ প্রযোজক জানালেন, দক্ষিণ ভারতের কারিগরি সহায়তা যুক্ত করা হচ্ছে ‘মেঘের কপাট’-এ। যাতে গল্পের পাশাপাশি দর্শক অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া অনুভব করতে পারেন। এই ছবির সংগীত পরিচালনা করেছেন ভারতের রূপঙ্কর বাগচী। ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে তাদের।