ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কাছে মেট্রোরেল স্টেশনটি শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের জন্য আজ বুধবার (১৩ ডিসেম্বর) খুলে দেওয়া হয়েছে।
মেট্রোরেল মতিঝিল থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে টিএসসি স্টেশনে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসাহী শিক্ষার্থীরা তাদের প্রথম যাত্রার মাধ্যমে স্বাগত জানান।
ঢাবি শিক্ষার্থী তাবাসসুম বিশ্ববিদ্যালয় ও মেট্রোরেলকে অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করে তার উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং মেট্রোরেল বাংলাদেশের গণপরিবহন খাতে উন্নয়নের এক নতুন আলোকবর্তিকা। আজ, আমি আমার নিজের বিশ্ববিদ্যালয় থেকে এই স্বপ্নের যাত্রার অভিজ্ঞতা অর্জন করতে পেরে রোমাঞ্চিত। এমনকি টিএসসি থেকে প্রথম ট্রেন ধরার জন্য আমি আমার হল থেকে তাড়াতাড়ি বের হয়েছিলাম।’
শাহরিয়ার ইকবাল নামে আরেক শিক্ষার্থী মেট্রোরেলের জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে দারুণ লাগছে। এখন থেকে আমি আমার সকাল ৮টার ক্লাস মিস করব না এবং রাস্তায় ট্র্যাফিক জ্যামের ঝামেলা এড়াতে পারব। টিএসসি মেট্রোরেল স্টেশন দূরবর্তী অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য একটি আশীর্বাদ।’
উত্তরা থেকে আসা অনাবাসিক শিক্ষার্থী সিফাত রহমান শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ভাড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ‘বর্তমান মেট্রোরেল ভাড়া অনেক শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আশা করি বিশ্ববিদ্যালয় ও মেট্রোরেল কর্তৃপক্ষ আমাদের জন্য কম ভাড়া বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে মিরপুর ও উত্তরা থেকে আগতদের জন্য মেট্রোরেল গেম চেঞ্জার। আগে যানজটে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেতে, এখন মিরপুর থেকে মাত্র ২০ মিনিট এবং উত্তরা থেকে ৩০ মিনিটেরও কম সময়ের পথ পাড়ি দিতে হবে।’
—-ইউএনবি
আরও পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদে ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণার রেজ্যুলেশন গৃহীত
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু