October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:48 pm

মেসির জন্য বার্সার দুয়ার খোলা: জাভি

অনলাইন ডেস্ক :

ক্যাম্প ন্যুতে থাকতে চেয়েও পারেননি লিওনেল মেসি। কান্না ভেজা চোখে বার্সেলোনা ছেড়েছেন তিনি। ক্লাবের আর্থিক কাঠামো ভেঙে পড়ায় বাধ্য হয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে পিএসজি গেছেন লিও। তবে আর্জেন্টাইন সুপারস্টার ইচ্ছে করলেই ঘরে ফিরতে পারেন বলে জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। রোববার (২০ মার্চ) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর আগে কাতালান কোচ জাভি বলেছেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার জন্য বার্সার দুয়ার সবসময় খোলা। যতদিন আমি বার্সার কোচ আছি, যেকোন দিন মেসি ফিরতে চায়লে ওকে স্বাগত জানানো হবে।’ চলতি মৌসুমের শুরুতে পিএসজি’র সঙ্গে চুক্তি করেছেন মেসি। তার সঙ্গে ক্লাবটির চুক্তি আছে আরও দুই বছর। বার্সা কিংবা মেসি ইচ্ছে পোষণ করলেই তাই ক্যাম্প ন্যুতে ফেরা সম্ভব নয়। বিষয়টি অজানা নয় জাভি। প্রতিপক্ষের ফুটবলারের প্রতি সম্মান রেখেই কথা বলতে হলো তার, ‘বেশি কিছু তো বলা যায় না, ও অন্য ক্লাবের ফুটবলার। সে আমাদের যা দিয়েছে তা অমূল্য।’ বার্সার হয়ে শেষ মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৮ গোল করেছেন। পিএসজি যাওয়ার পরে জিতেছেন ক্যারিয়ারের রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর। ওই মেসি পিএসজির জার্সিতে সেরা ফুটবল দেখাতে পারছেন না। লিগ ওয়ান ও প্যারিসের ক্লাবটির ছকের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। জাভির অধীনে বার্সায় ফিরলে মেসি আবার পুরনো ফর্মে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে বার্সার আর্থিক দুর্বলতা ছিল। স্পোটিফাই-এর সঙ্গে চুক্তি করায় ওই সংকটও কিছুটা কেটেছে। তারা আগামী মৌসুমে আর্লিং হ্যালন্ড কিংবা রবার্ট লেভানডভস্কিকে কেনার পরিকল্পনা করছে। ওই পরিকল্পনায় মেসি যুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।