October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 1st, 2023, 8:18 pm

মেসির মায়ামির প্রতিপক্ষ এল সালভাদর

অনলাইন ডেস্ক :

নতুন মৌসুম শুরুর আগের প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম প্রতিপক্ষ চূড়ান্ত করেছে ইন্টার মায়ামি। আগামী জানুয়ারিতে এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার খবরটি জানায় মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটি। ম্যাচটি হবে ১৯ জানুয়ারি, সান সালভাদরে। ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির শেষের দিকে এমএলএসের পরবর্তী মৌসুম শুরু হবে। এই মৌসুমে মায়ামি এমএলএসের প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

লিগে সবশেষ ম্যাচে গত ২১ অক্টোবর শার্লট এফসির কাছে হেরে যায় ক্লাবটি। এরপর মেসির রেকর্ড অষ্টম ব্যালন দ’’র জয় উদযাপনের জন্য গত ১০ নভেম্বর নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল মায়ামি। লিগে ভালো না করতে পারলেও মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জেতে মায়ামি। ক্লাবের ইতিহাসে সেটাই তাদের প্রথম কোনো ট্রফি জয়। দলকে চ্যাম্পিয়ন করার পথে আসের ১০টি গোল করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। মায়ামি আরও জানিয়েছে যে, বিক্রি শুরু হওয়ার দুই সপ্তাহের একটু বেশি সময়েই তাদের ২০২৪ মৌসুমের সব ‘সিজন টিকেট’ বিক্রি হয়ে গেছে।