অনলাইন ডেস্ক :
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠায় খুশি হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মেসি তাঁর সবচেয়ে প্রিয় খেলোয়াড় বলেও জানিয়েছেন বিসিবি প্রধান। সোমবার রাজধানীর গুলশান-২-এ শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠান শেষে নাজমুল হাসান গণমাধ্যমকে এসব কথা বলেন। বিশ্বকাপটা মেসির খুব দরকার ছিল বলে মনে করেন পাপন, ‘একটা বিষয় যেটা বলছিলাম, মেসি হলো অলটাইম গ্রেট। ওর এটাই শেষ বিশ্বকাপ, একটা জিনিসই মিসিং ছিল। ও যতগুলো রেকর্ড করেছে, তা কেউ ভাঙতে পারবে না। ওর ক্যারিয়ারে শুধু বিশ্বকাপটাই মিসিং ছিল। এখন সে বিশ্বকাপ পেয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। সে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। ’ মেসিকে প্রশংসায় ভাসালেও ভুলে যাননি কিলিয়ান এমবাপ্পের কথা। ‘গোল্ডেন বুট’ জয়ী ফরাসি তারকা সম্পর্কে পাপন বলেন, ‘এমবাপ্পেকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ফাইনালে হ্যাটট্রিক করা- অকল্পনীয়। আমার দৃঢ়বিশ্বাস, ওর এখনো অনেক সময় আছে। আরো দু-একটা বিশ্বকাপ খেলবে। কাতারে ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ারও নাকি কথা ছিল বিসিবি সভাপতির, ‘ফাইনাল ম্যাচ দেখতে আমার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততা ও বাংলাদেশ-ভারত চলমান সিরিজের জন্য যাওয়া হয়নি। তবে এখন অনেক আফসোস হচ্ছে কেন মাঠে গেলাম না। তাহলে সামনাসামনি বসে এই শ্বাসরুদ্ধকর ম্যাচটা দেখতে পারতাম। ’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা