November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 7:57 pm

‘মেসি বার্সায় ফিরবে বলে মনে হয় না’

অনলাইন ডেস্ক :

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। নবায়ন হবে হবে করেও হচ্ছে না। এর মধ্যে আচমকা বার্সেলোনায় দেখা গেছে লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে। মেসির বাবার কাতালুনিয়া সফরের সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা কিংবা ক্লাবটির ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। তিনি এসেছেন অন্য কাজে। তবে মুখ খুলেছেন মেসির বার্সার যোগ দেওয়া প্রসঙ্গে। হোর্হে মেসি জানান, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় ন। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে।’ চলতি বছরের জুন পর্যন্ত মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ রয়েছে। এরপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। আর তাই চুক্তি নবায়নে তোড়জোড় ছিল পিএসজির। মেসি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেবেন। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস পরেও চুক্তির বিষয়টি আর এগোয়নি। এদিকে পিএসজি থেকে মেসির নতুন ঠিকানা হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিকে দেখছেন অনেকেই। সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহাম এই ক্লাবের মালিক ও সভাপতি। বেকহাম অনেক আগেই মিয়ামিতে খেলার আহ্বান জানিয়ে রেখেছেন মেসিকে।