মেহেরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে সোয়া সাত কেজি গাঁজা জব্দ করেছে গাংনী থানা পুলিশ। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এসব তথ্য জানান।
আটক আসামিরা হলেন- গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা সবুজ হোসেন (২৪) ও সাহেবনগর গ্রামের বাসিন্দা উজির আলী।
ওসি জানান, মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজি গাঁজাসহ সবুজকে গ্রেপ্তার করা হয়। এসময় সাফায়াত আলী নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
অন্য এক অভিযানে সাহেবনগর গ্রামে সোয়া ৫০০ গ্রাম গাঁজাসহ উজির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় মন্টু ধলা নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানান ওসি।
ওসি আরও জানান, পৃথক দুটি গাঁজা উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
বুধবার দুপুরে আটক ২ ব্যক্তিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
——ইউএনবি
আরও পড়ুন
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সুইডেন আসলাম
সাবেক আইজিপি মামুন ৮ ও শহীদুল ৭ দিনের রিমান্ডে
আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি