September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 30th, 2024, 1:45 pm

মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্য বহনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. সুষম আলী (৩৮), মো. ওজদুল হকের ছেলে চাঁদ আলী (৩৭), হামিদুল ইসলামের ছেলে মো. ফারুক (২৭) ও মৃত আরশাদ আলীর ছেলে মো. আল আমিন (৫০)।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, ফেনসিডিলের একটি চালান ভারতীয় সীমান্ত পার হয়ে পাচারের উদ্দেশ্যে দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি