October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 9th, 2022, 7:41 pm

মেয়ের প্রথম ছবি প্রকাশ করলেন প্রিয়াঙ্কা-নিক

অনলাইন ডেস্ক :

জানুয়ারিতেই মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই তারকা জুটি তাদের সন্তানের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে জন্ম হওয়া মালতী প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় হাসপাতালে কাটাতে হয়েছে ১০০ দিন। অবশেষে মায়ের কোলে ফিরেছে মালতী। মা দিবসে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। প্রথমবার মেয়ের ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে দেখা গেল মেয়েকে বুকের মধ্যে আগলে রেখেছেন। নিক মেয়েকে দেখতে ব্যস্ত। তবে নবজাতকের মুখ দেখা যায়নি। ইমোজি দিয়ে ঢেকে দেয়া হয়েছে মুখ। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হল। আর আমাদের বাচ্চা হাল ছাড়েনি। শুনে রাখো এমএম! মা-বাবা তোমায় খুব ভালোবাসে। আমার জীবনের ও চারপাশের সব মায়েদের ও কেয়ারটেকারদের হ্যাপি মাদার্স ডে। আপনাদের কারণেই সব কিছু এত সহজ মনে হয়। তোমরা না থাকলে সবকিছু এত সহজ হত না। ধন্যবাদ নিকৃতুমি পাশে না থাকার কথা ভাবতেও পারব না। ধন্যবাদ আমাকে মা বানানোর জন্য।’ প্রিয়াঙ্কার শেয়ার করা এই একই ছবি নিক জোনাসও শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে লিখেছেন, ‘তুমি আমাকে রোজ নতুন ভাবে অনুপ্রাণিত করো। আর জীবনের এই নতুন ভূমিকাটাও কী সুন্দর তুমি পালন করছ। তোমার সঙ্গে এই সুন্দর পথ চলায় সামিল হতে পেরে আমি ধন্য। প্রিয়াঙ্কা তুমি একজন অসাধারণ মা হয়ে উঠেছ। তোমাকে মাদার্স ডে-র শুভেচ্ছা। আই লাভ ইউ।’