October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 1:39 pm

মেয়ের মা-বাবা হলেন তিশা-ফারুকী

অনলাইন ডেস্ক :

ঘরে নতুন অতিথি আসার খবরটি কিছুদিন আগেই দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বুধবার অভিনেত্রীর কোলজুড়ে এলো এক কন্যাসন্তান।
বুধবার রাত ৯টা ১৫ মিনিটে সুখবরটি তিশা নিজেই ফেসবুকে ভক্তদের জানান। তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তার বাগান থেকে আজ রাত ৮টা ২৭ মিনিটে সে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন।’
তিশা আরও জানান, কন্যার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যদিও সেখানে মেয়ের চেহারা ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন। আর তিশার হাস্যোজ্জ্বল মুখ ও চোখে মাতৃত্বের আনন্দ ফুটে উঠেছে।
অন্যদিকে মেয়ের বাবা মোস্তফা সরয়ার ফারুকী সন্তানকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তবে সেখানেও মেয়ে চেহারা দেখা যাচ্ছে না।
ছবির সঙ্গে ফারুকী লেখেন, ‘শুরুতে ভেবেছিলাম সন্তান জন্মের পর স্বাভাবিক আবেগ কাজ করবে। কিন্তু আমরা আসলে জানি না, মেয়েকে কোলে নিয়ে দেখার পর কী ঘটে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কৃতজ্ঞতা ও আনন্দের পানি। সবাই মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন।