October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 7:58 pm

মে মাসের সেরা টেক্টর, মেয়েদের সেরা পুত্থাওং

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন হ্যারি টেক্টর। ছেলেদের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন আইরিশ এই ক্রিকেটার। মেয়েদের মাস সেরার স্বীকৃতি পেয়েছেন থাইল্যান্ডের থিপোয়াচ পুত্থাওং। মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। সেরার লড়াইয়ে টেক্টর পেছনে ফেলেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। আর পুত্থাওং টপকে যান শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমাকে। গত মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটিতে অপরাজিত ২১ রান করেন টেক্টর। দ্বিতীয় ম্যাচে খেলেন ১১৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১৪০ রানের অসাধারণ ইনিংস। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৫ রান।

এই পারফরম্যান্সে আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে মাস সেরার সম্মাননা পান টেক্টর। ২০২১ সালের জানুয়ারিতে পল স্টার্লিং সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেও হতে পারেননি মাস সেরা। কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে থাইল্যান্ডের সোনা জয়ে বড় অবদান রাখেন পুত্থাওং। ১৯ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার চার টি-টোয়েন্টিতে উইকেট নেন ১১টি। এর মধ্যে ফিলিপিন্সের বিপক্ষে ৩ রানে ৪টি, মালয়েশিয়ার বিপক্ষে ৩ রানে ৩টি ও মায়ানমারের বিপক্ষে ২ রানে নেন ৩টি উইকেট। এই পারফরম্যান্স তাকে এবার এনে দিল মাস সেরার স্বীকৃতি।

টানা দ্বিতীয় মাসে মেয়েদের সেরা হলেন থাইল্যান্ডের ক্রিকেটাররা। গত এপ্রিলের সেরা হয়েছিলেন নারুয়েমল চাওয়াই। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।