October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 7th, 2021, 8:20 pm

মোংলায় বসুন্ধরা গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণে দগ্ধ ৬

বাঘেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরি বয়লারে বিস্ফোরণে অন্তত ছয় জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার দিগরাজ এলাকায় বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে এই বিস্ফোরণেএই ঘটনা ঘটলেও এবিষয়ে কৃর্তপক্ষ কোন কথা বলছে না। এমনকি থানা ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

জানা গেছে, দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তারা হলেন, মোংলার শেয়ালা বুনিয়া থানা এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), খুলনার বটিয়াঘাটার নুরল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের সোনাতুনিয়ার ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেডিখালী এলাকার মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও রামপালের পেরিখালী এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)।

এদের মধ্যে থেকে নুর আলম ও হাসান সিকদারকে ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদেরকে ফ্যাক্টরির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দ্বিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে দ্বিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তারা জানায়নি।’

খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ আঞ্জুম জানান, দগ্ধ ছয় জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ওই দুই জনের ৬০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদেরেকে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

—ইউএনবি