September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 30th, 2024, 7:40 pm

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো ৫৮ মেট্রিক টন রসুন আমদানি

মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো ৫৮ মেট্রিক টন রসুন আমদানি হয়েছে। চীনের কুইংডো বন্দর থেকে রসুন নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি মার্কস ডাভাও’ গত ২৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, সোমবার (২৯ জুলাই) ২২৯ টিইইউএস কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন খালাস করেছে খুলনা ট্রেডার্স।

তিনি বলেন, ‘রসুন আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে ৪০ ফুটের দুটি কন্টেইনারে করে রসুন নিয়ে আসে। পরে সোমবার শুল্ক তল্লাশি শেষে সড়কপথে পণ্য খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের এ কর্মকর্তা বলেন, ‘মোংলা বন্দর দিয়ে গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদা মাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয়। মোট ৫ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১ হাজার ৪৭৪ টিইইউএস কন্টেইনার এবং ১ হাজার ৩৪৯টি গাড়ি মোংলা বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি করা হয়েছে।

—-ইউএনবি