অনলাইন ডেস্ক :
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের হাইকমিশন জানিয়েছে, নয়াদিল্লিতে শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ফুলের তোড়া নরেন্দ্র মোদির হাতে তুলে দেন।
টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোদী। শুক্রবার ৭১ বছর পূর্ণ করলেন তিনি।
তিনি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,রাজনীতিবিদ, বিজেপি নেতারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন।
আরও পড়ুন
কাজাখস্তানে হোস্টেলে আগুন, নিহত ১৩
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ
জাপানের উপকূলে আট ক্রুসহ মার্কিন সামরিক যান বিধ্বস্ত