অনলাইন ডেস্ক :
পায়ের চোটের কারণে অনেক দিন হলো মাঠের বাইরে তরুণ ফুটবলার শেখ মোরসালিন। খেলার বাইরে থাকায় বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ডের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও আছেন সংশয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে নানান বিষয়ে আলাপ করেন কাবরেরা। সেখানে মোরসালিনকে নিয়েও কথা উঠেছে। কাবরেরা বলেছেন, ‘এটা অন্যান্যের জন্য একটা সুযোগ। আমাদের দলে বিশেষ কোনো খেলোয়াড় নেই, সম্মিলিত শক্তিতে বলিয়ান আমরা। নতুন কেউ আসবে এবং পারফর্ম করবে। মোরসালিন সৌদি যাবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। তবে আমার মনে হয়, তার যাওয়াটা কঠিন হবে।’
সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি চলছে। কাবরেরা দল প্রায় গুছিয়ে এনেছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের গোছগাছ চূড়ান্ত করছি। সেখানকার সুবিধা, ফ্লাইট টিকেট, কোচিং স্টাফ ও ক্যাম্পের দল চূড়ান্ত করতে প্রিমিয়ার লিগে পরের দুই রাউন্ডের ম্যাচের অপেক্ষায় রয়েছি। ভ্রমণ ও ট্রেনিং শুরুর বিষয়গুলো দেখছি।’
চলমান লিগে কিছু নতুন খেলোয়াড় কাবরেরার দৃষ্টি আকর্ষণ করেছে। তা অকপটে জানাতে ভুল হয়নি তার, ‘অনূর্ধ্ব-২০, ২০ বয়সের বেশ কয়েকজন খেলোয়াড়ের উন্নতি দেখে আমরা খুবই খুশি। তাদের কেউ কেউ অবশ্যই তালিকায় থাকবে, কাউকে কাউকে আরেকটু অপেক্ষা করতে হবে, তবে তাদের উন্নতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। দলে অনূর্ধ্ব-২৩ বছর বয়সী কয়েকজন থাকবে।’ সৌদি আরবে প্রস্তুতির পাশাপাশি প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। কাবরেরাও চাইছেন প্রস্তুতি ম্যাচ খেলে ঝালিয়ে নিতে, ‘কিছু দলও সৌদি আরবে ট্রেনিং করছে, আমরা কয়েকটা দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। দেখা যাক, তাদের সঙ্গে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলা যায় কিনা। কমপক্ষে আমরা দুটো ম্যাচ খেলতে চাই। এগুলো অফিসিয়াল নয়, প্রস্তুতি ম্যাচ হবে। যদি জাতীয় দলগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব না হয়, তাহলে স্থানীয় দলগুলোর সঙ্গে খেলবো।’
বিশ্বকাপ বাছাইয়ের শুরুতে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে ম্যাচ খেলতে হবে জামালদের। প্রতিপক্ষ বেশ শক্তিশালী, তা আবার মনে করিয়ে দিলেন কাবরেরা, ‘ফিলিস্তিন এশিয়ান কাপে খুবই ভালো এবং সফল সময় কাটিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের বিপক্ষে তারা ভালো করেছে। কাতারের বিপক্ষেও বিরতির আগ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত তাদের বিপক্ষে লড়াই করেছে। আমরা ফিলিস্তিনের মান এবং তাদের শক্তি কতটা, সে সম্পর্কে ভালোভাবে অবগত। কিন্তু আমরাও যদি নিজেদের সেরা পর্যায়ে থাকি, তাহলে আমরা তাদের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা