অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে চলমান বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। এর দ্বারা সিনিয়রদের নিয়ে গড়া দলটি ৪-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায় এইচপি দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ফিফটিতে মাত্র ৩৩ ওভারেই ৫ উইকেটে ম্যাচ জিতে যায় ‘এ’ দল। এইচপি দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন বাঁহাতি তরুণ পারভেজ হোসেন ইমন। এ ছাড়া শাহাদাত হোসেন দীপু ৩৪ ও অধিনায়ক তৌহিদ হৃদয় করেন ২৪ রান। শেষদিকে সুমন খানের ২৭ রানের ইনিংসে ভর করে দুইশর কাছাকাছি সংগ্রহ পায় এইচপি দল। ‘এ’ দলের পক্ষে বল হাতে সমান তিনটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এ ছাড়া রাকিবুল হাসানের শিকার দুইটি উইকেট। ১৯৩ রান তাড়ায় নেমে ‘এ’ দলের শুরুটা ছিল নড়বড়ে। ২৮ রানেই প্যাভিলিয়নে ফিরেন দুই ওপেনার সাদমান ইসলাম (৫) ও নাজমুল হোসেন শান্ত (২২)। তিন নম্বরে নামা ইরফান শুক্কুরও (২১) ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৮১ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে আউট হন অধিনায়ক মুমিনুল। এরপর ইমরুলের ৫৪ বলে ৪৯ আর মোসাদ্দেকর ৪৮ বলে ৫ চার এবং ৪ ছক্কায় অপরাজিত ৬৪ রানে সহজেই ম্যাচ জিতে নেয় ‘এ’ দল।
আরও পড়ুন
ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল
হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিমকে দলে নিতে নোটিশ
দেখে নিন বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড