অনলাইন ডেস্ক :
জান্নাতুল ফেরদৌস ঐশী; মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ হিসেবেই প্রথম পরিচিত হন। এরপর মিডিয়াতে নিজের বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। ঐশী এখন ব্যস্ত এর প্রচারণা নিয়ে। তবে শুধু তার প্রথম ছবিই নয়, কথা বললেন প্রথম প্রেম, ছোটবেলাসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে। মূল্যায়ন করেছেন তার সহকর্মীদেরও। ‘মিশন এক্সট্রিম’র সহশিল্পীদেরকে এককথায় বিশেষায়িত করেছেন এই তারকা। পরিচালক সানী সানোয়ারকে তিনি মনে করেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’, নির্মাতা ফয়সাল আহমেদ হলেন সানীর ‘ডান হাত’। ঐশীর ভাষায়, আরিফিন শুভ হচ্ছেন ‘মোস্ট হেল্পফুল আর্টিস্ট’, মাজনুন মিজান ‘স্নেহ করেন’, শতাব্দী ‘ডিটেইলিং অভিনেতা’, দীপু ইমাম হলেন ‘জাস্ট ফান’। সঞ্চালক মাহমুদ মানজুরের মজার একটি প্রশ্নে ঐশী জানান, বডিগার্ড হিসেবে তিনি চান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকে। উপস্থাপকের দেওয়া অপশনগুলো ছিল- অভিনেতা রুবেল, মিশা সওদাগর ও ডিপজল। ঐশী বলেন, ‘‘অন্য দুজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেই। তাই মিশা ভাইয়াকেই বেছে নিতে চাই। এজন্য ‘সরি’ বলছি মিশা ভাইয়া।’’ ঐশীর অংশ নেওয়া ‘মামানামা- আউট অব দ্য বক্স’ নামের মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ