November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 25th, 2023, 8:15 pm

মোহনবাগানের মাঠে বসুন্ধরা কিংসের ‘ড্র’

অনলাইন ডেস্ক :

এ এফ সি কাপে মোহনবাগানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে অনেক ভোগান্তির শিকার বসুন্ধরা কিংস। তবে মঙ্গলবার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। প্রথমার্ধের শুরু থেকে আক্রামণাত্নক ভাবে খেলতে থাকে দুই দল। একের পর এক আক্রমণ করে প্রথম গোলের দেখা পায় মোহনবাগান। ম্যাচের ২৯ মিনিটে গোল রক্ষককে বোকা বানায় দিমিত্রি পেট্রাটোস। তবে সেই লিড ধরে রাখতে পারেনি মোহনবাগান। গোল হজমের ৪ মিনিট পরেই দলকে সমতাই ফেরেই ডরি। এরপর আর কোন দল করতে না পারলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।

বিরতি থেকে ফিরেই সহজ সুযোগ হাত ছাড়া করেন ডরি। এরপর কয়েক মিনিট পর উলটো গোল খেয়ে বসেন বসুন্ধরা কিং। ম্যাচের ৫৪ মিনিটে দলকে এগিয়ে নেন আশিস রাই। এরপর গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে কিংসরা। গোলের জন্য সেই আক্ষেপ বেশিক্ষণ করতে হয় নি। ম্যাচের ৭০ মিনিতে গোল করে সমতায় ফেরায় অধিনায়ক রবিনহো। এরপর দুই দল গোলের সুযোগ তৈরি করে গোল করতে ব্যর্থ হইলে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।