December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 13th, 2021, 7:46 pm

মোহামেডানে তারকার ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষ ক্লাব মোহামেডান এমনিতেই তারকাবহুল দল। গত মৌসুমে দলটির হয়ে খেলেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এবার দলটিতে যোগ দিচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। রোববার রাতে মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের বাসায় সাকিব ছাড়া বাকি চার জনের চুক্তি সাক্ষর হয়ে গেছে। গত কয়েক বছর ধরে ঘরোয়া কোনো প্রতিযোগিতায় সাফল্য পাচ্ছে না একসময়ের প্রবল পরাক্রমশালী দল মোহামেডান। গত ১০ বছর ধরে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। কেবল ঐতিহ্য আর বড় দলের তকমাটুকু নিয়েই তারা টিকে আছে। এবার সাফল্য পাওয়ার লক্ষ্যেই বড় বড় সব তারকাদের দলে ভেড়াল মোহামেডান। উপর্যুক্ত চারজন ছাড়াও দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শুভাগত হোমও চুক্তি করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চুক্তি সাক্ষরের পর গত মৌসুমে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে খেলা মুশফিক বলেছেন, ‘মোহামেডান অবশ্যই শীর্ষ দলগুলির একটি। শেষ কয়েক বছরে তারা সাফল্য পায়নি। এজন্যই এবার পরিকল্পনা করেছে ভালো ক্রিকেটারদের নিতে। আমি সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। অবশ্যই চেষ্টা থাকবে শিরোপার জন্য লড়াই করার। লিগে যদিও অনেক ভাগ্যের ব্যাপার থাকে। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরনের দল দরকার তেমনই গড়া হয়েছে। এখন দল হিসেবে পারফর্ম করতে পারলে অবশ্যই শিরোপা জিতব।’