October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 7:45 pm

মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড: সর্বস্ব হারিয়ে হাহাকার ব্যবসায়ীদের

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকশ’ ব্যবসায়ী।

বৃহস্পতিবার বাজারের সাপ্তাহিক ছুটি হওয়ায় সব ব্যবসায়ীরা রাতের বেলা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান।

আজ ভোরে অগ্নিকাণ্ডের খবর জানার পর পুড়ে যাওয়া তাদের দোকান এবং মালামাল দেখতে মার্কেটে জড়ো হন ব্যবসায়ীরা।

মার্কেটের ব্যবসায়ী সাইফুল ইসলাম শরীফ বলেন, মার্কেটে আমার দুটি দোকান আছে। এর মধ্যে একটি ভাড়ায় এবং অন্যটি আমার নিজস্ব। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছেও কিছু করতে পারিনি। আমার দোকানগুলো ছাই হয়ে গেছে। আমার দোকানে এক কোটি টাকার কাপড় ছিল।

শরীফ আরও বলেন, তিনি দোকানের ক্যাশ বাক্সে ৬ লাখ টাকা রেখে গেছেন, সেটিও এখন চলে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে ব্যাপক আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ১৭টি দমকল ইউনিট কাজ করছে। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।

সাইট থেকে এখনও ধোঁয়া উড়ছে, দমকলকর্মীদের কাজ করা কঠিন হয়ে পড়েছে।

এ রিপোর্ট লেখার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওই মার্কেটে পাঁচ শতাধিক দোকান রয়েছে বলে জানান ওই এলাকার ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের সিনিয়র স্টেশন অফিসার (মিডিয়া সেল) জানান, ওয়াসা, বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সবাই ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করছে।

—-ইউএনবি