October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 15th, 2022, 7:58 pm

ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক :

ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ৫১ বলে অনবদ্য ৮০ রান করে অসিদের জয় নিশ্চিত করেন ম্যাক্সি। প্রথম ওয়ানডেতে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন লংকান দুই ওপেনার দানুষ্কা গুনাতিলকা ও পাথুম নিশাঙ্কা। ১৯ দশমিক ৪ ওভারে ১১৫ রান তুলেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১১৮ রানের মধ্যে বিদায় নেন গুনাতিলকা ও নিশাঙ্কা। গুনাতিলকা ৫৫ ও নিশাঙ্কা ৫৬ রান করেন। চার নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ৭ রানে থামলেও, চতুর্থ উইকেটে ৮২ বলে ৭৭ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও চারিথা আসালঙ্কা। ৩৭ রান করে আউট হন আসালঙ্কা। তবে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেছেন মেন্ডিস। ৮টি চার ও ১টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম হাফ সেঞ্চুরি তুলে ৮৭ বলে অপরাজিত ৮৬ রান করেন তিনি। শেষ দিকে মেন্ডিসের সাথে জুটি বেঁেধ ঝড়ো গতিতে রান তুলেছেন হাসারাঙ্গা ডি সিলভা। ৬টি চারে ১৯ বলে ৩৭ রান তুলে ইনিংসের শেষ বলে আউট হন হাসারাঙ্গা। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। অস্ট্রেলিয়ার অ্যাস্টন আগার ও মার্নাস লাবুশেন ২টি করে উইকেট নেন। ৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বল খেলে খালি হাতে ফিরেন ডেভিড ওয়ার্নার। শুরুর ধাক্কাটা সামলে দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৬৭ রান তুলেন আরেক ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। ১৩তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৪৪ রানে আউট হন ফিঞ্চ। আর চতুর্থ বলের পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়। তখন অস্ট্রেলিয়ার রান ১২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ৭২। বৃষ্টির কারণে ১ ঘন্টা ৫ মিনিট বিঘœ ঘটায় বৃষ্টি আইনে ৪৪ ওভারে ২৮২ রানের নতুন টার্গেট পায় অস্ট্রেলিয়া। অর্থাৎ, ৩১ দশমিক ২ ওভারে আরও ২১০ রান করতে হবে অসিদের। এরপর স্মিথ ৫৩, লাবুশেন ২৪, মার্কাস স্টয়নিস ৪৪ ও অ্যালক্স ক্যারি ২১ রানে ফিরলে, অস্ট্রেলিয়ার জয়ের পথ অনেক কঠিন হয়ে পড়ে। তবে হাল ছাড়েননি অন্যপ্রান্তে শেষ ভরসা ম্যাক্সওয়েল। দুই টেল-এন্ডার অ্যাস্টন আগারের সাথে ২৬ ও ঝাই রিচার্ডসনের সাথে অবিচ্ছিন্ন ২৮ রান তুলে ৯ বল বাকী থাকতেই অস্ট্রেলিয়াকে দারুন এক জয় এনে দেন ম্যাক্সওয়েল। দুই জুটিতে আগার ৩ ও রিচার্ডসন ১ রান অবদান রাখতে পারেন। বাকী রান তুলেন ম্যাক্সি। শেষ পর্যন্ত ৬টি করে চার-ছক্কায় নিজের ঝড়ো ইনিংসটি সাজান ম্যাক্সওয়েল। ম্যাচ সেরা হন তিনি। ৫৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলংকার হার ঠেকাতে পারেননি হাসারাঙ্গা। আজ বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া।