October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:42 pm

ম্যাচের ধারাভাষ্যরুমে হাজির তামিম

অনলাইন ডেস্ক :

প্লে-অফের আগেই বিপিএল থেকে বিদায় নিয়েছে তামিম ইকবালদের মিনিস্টার গ্রুপ ঢাকা দল। এবারের আসরে সেই দলটির হয়ে দারুণ খেলে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তবে দল বিদায় নেওয়ায় আর মাঠে নামা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচের ধারাভাষ্যরুমে হাজির তামিম। জিম্বাবুইয়ান রেইনসফোর্ড ও বাংলাদেশের আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। ধারাভাষ্য রুমের একটি ছবি পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম লিখেছেন, ‘খেলা থেকে দূরে থাকা কঠিন কাজ। ’ ম্যাচটি অবশ্য বেশ জমে উঠেছে। ১৯০ রানের লক্ষ্যে খেলতে নামা খুলনার স্কোর এখন ১০ ওভারে ২ উইকেটে ৯২ রান। আন্দ্রে ফ্লেচার ৩৪ বলে ৫০ ও অধিনায়ক মুশফিকুর রহীম ২১ বলে ৩২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ৬০ বলে ৯৮ রান দরকার খুলনার, হাতে আছে ৮ উইকেট। এর আগে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসে ১৮৯ রানের পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই অধিনায়ক আফিফ হোসেনকে (৩) খুলনা ক্যাপ্টেন মুশফিকের গ্লাভসবন্দি করেন রুয়েল মিয়া। অপর ওপেনার কেনার লুইস ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৩৯ রান করে নাবিল সামাদের শিকার হন। চারে নেমে চ্যাডউইক ওয়ালটন বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮৯* রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ৭টি করে চার এবং ছক্কা। তার সঙ্গে ১১৫ রানের পঞ্চম উইকেট জুটি গড়া মেহেদি মিরাজ ৩০ বলে ২ চার ১ ছক্কায় করেন ৩৬। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম।