ময়মনসিংহের ভালুকায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার হবিরবাড়ী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই এলাকার কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা (৫), রাজিয়া (২) ও ছেলে রায়হান (৩)।
ভালুকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে হবিরবাড়ী এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনজন শিশু মারা যায়।
এ সময় তিন ভাই-বোন ঘুমন্ত অবস্থায় ছিলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং তিন শিশুর লাশ উদ্ধার করে।
–ইউএনবি
আরও পড়ুন
চলতি অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০%: বাণিজ্য উপদেষ্টা
চাঁদপুরের ৬ উপজেলায় ৪৪টি কালভার্টসহ ১৯২ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত
আগস্টে মূল্যস্ফীতি কমেছে ১.১৭ শতাংশ: বিবিএস