October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:30 pm

ময়মনসিংহে যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আগুনে নিহত ৪, আহত ৭

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী মাইক্রোবাস উল্টে গিয়ে আগুনে দগ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও সাতজন।

রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাঙামাটি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই হতাহতের ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরমধ্যে একজন অগ্নিদগ্ধও রয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম জানান, রাত দুইটার দিকে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ও উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের পর গাড়ির ভিতর থেকে পুড়ে যাওয়া চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুইজন নারীও রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গাড়িটি জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

—-ইউএনবি