August 13, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 8:00 pm

ময়মনসিংহ সিটির সড়ক ও ড্রেনেজ উন্নয়নের উদ্বোধন করেছেন মসিক মেয়র

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

ময়মনসিংহে ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মঙ্গলবার (২৬ জুলাই ) বিকেল ৫ টায় বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ সিটির সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়ন প্রকল্পের আওতায় এ সময় মেয়র ৪৩০ মিটার আরসিসি পাইপ ড্রেন, ১১৪৭ মিটার বিসি রোড, ৫৮২ মিটার আরসিসি রোড, ৬ কিলোমিটার আরসিসি ড্রেন এবং ৫২ মিটার সিসি রোড উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্যানেল মেয়র ১ মোঃ আসিফ হোসেন ডন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।