November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 12:26 pm

যশোরে ইউপি সদস্যকে জবাই করে হত্যা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু (৪৪) উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং ৭ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে তিনি একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে কয়েকটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে তারা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্বার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

—ইউএনবি