November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 9:27 pm

যশোরে জেলি ভরা ৩৪০ কেজি চিংড়ি জব্দ, দুই বাস মালিককে জরিমানা

যশোরে জেলি ভরা ৩৪০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব। এ সময় পরিবহনে সহায়তা করার অপরাধে দুই বাস মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪মার্চ) র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি ভরা চিংড়ি জব্দ করা হয়। যশোর থেকে শেরপুরগামী হিমেল সিমান্ত নামে যাত্রীবাহী একটি বাস এবং রংপুরগামী আসিফ স্পেশাল নামে আরেকটি যাত্রীবাহী বাস থেকে এগুলো জব্দ করা হয়।

এ সময় হিমেল সিমান্ত বাসের মালিক মো. সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নানকে ২৯ হাজার টাকা করে সর্বমোট ৫৬ হাজার টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চিংড়িগুলো ধ্বংস করা হয়েছে।

—-ইউএনবি