September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 26th, 2022, 7:39 pm

যশোরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত!

ফাইল ছবি

যশোরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুম্মান (২৮) টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকোট পাটোয়ারীর ছেলে। আহত আরিফ হোসেন শাকিল (২৮) বাবুর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের কয়েকজনের সঙ্গে রুম্মানের বিরোধ চলছিল।

পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে রুম্মান ও তার সহযোগী শাকিলের ওপর আট থেকে ১০ জন লোক হামলা চালালে গুরুতর আহত হন তারা।

পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন। শাকিল একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।

—ইউএনবি