September 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 12th, 2023, 7:50 pm

যশোরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও মাইাক্রাবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার যশোর-চৌগাছা সড়কের নারায়নপুর ইউনিয়নের বনলীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন (২৩) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি শংকরহোদা গ্রামের মাসুদের ছেলে।

এলাকাবাসীরা জানান, শাওন সোমবার রাতে মোটরসাইকেলে চৌগাছা বাজার থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে হাজরাখানা সংলগ্ন যাত্রী ছাউনির সামনে বনলীতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বি এম শামছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—-ইউএনবি