October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:29 pm

যাদের হাতে ৯৪তম অস্কার অ্যাওয়ার্ডস

অনলাইন ডেস্ক :

বিশ্ব চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তারকারা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় এ আয়োজন। প্রতিবারের মতো এবারও লাল গালিচা মাড়িয়ে তারকারা প্রবেশ করেন অডিটোরিয়ামে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস। কোভিডবিধি মেনে অনুষ্ঠিত হলো এবারের অস্কার। যদিও এবারের প্রথম আটটি পুরস্কার দেওয়া হল অনলাইনে। আর সে কারণেই অনুষ্ঠানটির দৈর্ঘ্য এবার কম।

৯৪তম অস্কারের বিজয়ী তালিকাণ্ড

সেরা চলচ্চিত্র: কোডা

সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার)

সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)

সেরা মৌলিক আবহ সংগীত: ডুন (হ্যান্স জিমার)

সেরা শিল্প নির্দেশনা: ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)

সেরা শব্দ: ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)

সেরা চলচ্চিত্র সম্পাদনা: ডুন (জো ওয়াকার)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)

সম্মানসূচক অস্কার: আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে, নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান।

জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার