অনলাইন ডেস্ক :
ডিজিটাল মাধ্যম ওটিটি আসার পর থেকেই যেন বিনোদন জগতের কন্টেন্টে ভিন্নতা বহুগুণে বেড়ে গেছে। সেই সঙ্গে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী তাদের পরফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিচ্ছেন দর্শক মনে। তাইতো এই মাধ্যমে কাজ করা শিল্পীদের আরও উৎসাহিত ও সম্মানিত করতে অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয় ভারতের বিখ্যাত ম্যাগাজিন ফিল্মফেয়ার। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। এতে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার ঘরে তুলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলিম্যান সিজন-২, স্ক্যাম১৯৯২ ও গুল্লাক সিজন-২। সেরা সিরিজ নির্বাচিত হয়েছে স্ক্যাম১৯৯২, সেরা পরিচালক (সিরিজ) হানসাল মেহতা-স্ক্যাম১৯৯২, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) প্রতীক ঘান্ধী-স্ক্যাম১৯৯২, সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) সামান্থা রুথ প্রভু-ফ্যামিলিম্যান সিজন২, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ-সমালোচক) মনোজ বাজপায়ী-ফ্যামিলিম্যান সিজন২, সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ-সমালোচক) হুমা কুরেইশি-মহারানি, সেরা পরিচালক (সিরিজ-সমালোচক) রাজ এ- ডিকে-ফ্যামিলিম্যান সিজন২ ও সেরা সিরিজ (সমালোচক) মির্জাপুর সিজন২। ওয়েব অরিজিনাল ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী-সিরিয়াসম্যান, সেরা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা-আজিব দাস্তানা, সেরা সিনেমা সিরিয়াসম্যান, সেরা সহঅভিনেত্রী রাধিকা মাদান-রয় ও সেরা সহঅভিনেতা আশুতোশ রানা-পাগলায়েট। এছাড়া সেরা সহঅভিনেতা (ড্রামা সিরিজ) শারিভ হাশমি-ফ্যামিলিম্যান সিজন২, সেরা সহঅভিনেত্রী (ড্রামা সিরিজ) আমরুতা শুভাষ- বুম্বে বেগমস সিরিজের জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জিতেছেন। এর বাইরে কমেডি ক্যাটাগরিতে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে গুল্লাক সিজন-২। সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) গীতাঞ্জলি কুলকার্নি-গুল্লাক সিজন২, সেরা অভিনেতা (কমেডি সিরিজ) জামিল খান-গুল্লাক সিজন২, সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ-সমালোচক) কানি কুসরুতি-ওকে কম্পিউটার, সেরা অভিনেতা (কমেডি সিরিজ-সমালোচক) সুনীল গ্রোভার-সানফ্লাওয়ার, সেরা সহঅভিনেত্রী (কমেডি সিরিজ) সুনিতা রাজওয়ার-গুল্লাক সিজন২, সেরা সহঅভিনেতা (কমেডি সিরিজ) ভাইবাভ রাজ গুপ্তা-গুল্লাক সিজন২।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী