অনলাইন ডেস্ক :
শেষ হচ্ছে বিশ্রামের পালা, এশিয়া কাপ ও বিশ্বকাপের আসর সামনে রেখে গত রোববার থেকে প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। সোমাবার (৩১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ফিটনেস ক্যাম্পে ডাক পেয়েছে ৩২জন ক্রিকেটার। এদের মধ্য থেকেই আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্ধারণ করা হবে। রোববার দুপুরে মিরপুরে সংবাদমধ্যমে এই ক্যাম্পের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক। ক্যাম্পের বিষয়ে জানালেও কারা থাকছেন এই ক্যাম্পে তা অবশ্য তখন জানাননি বিসিবি নির্বাচকরা। পরে অবশ্য জানা গেছে কারা রয়েছেন এই তালিকায়।
ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, তানজিম সাকিব, জাকির হাসান, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, তানজিদ তামিম, সাইফ হাসান ও ইবাদত হোসেন চৌধুরী।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা