October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 11th, 2022, 7:42 pm

যারা পেল সিনেমা দেখে মালদ্বীপ-কক্সবাজার যাওয়ার টিকিট

অনলাইন ডেস্ক :

সিনেমার দর্শকদের জন্য প্রায়ই চমকপ্রদ সব অফার দিয়ে থাকে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সম্প্রতি শরতের বিশেষ অফার হিসেবে তারা দিয়েছিল সিনেমা দেখে বিমানে ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের টিকিট জিতে নেওয়ার সুযোগ। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। মোট পাঁচজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন নাসরিন আক্তার। তিনি পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের জন্য ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিরাজুল ইসলাম রানা পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। তৃতীয় পুরস্কার বিজয়ী রাজিয়া রহমান জলি পাচ্ছেন ছয়টি মুভি ভাউচার, চতুর্থ পুরস্কার বিজয়ী চারটি মুভি ভাউচার এবং পঞ্চম পুরস্কার বিজয়ী সমৃদ্ধ পাচ্ছেন দুটি মুভি ভাউচার। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। সিনেমার দর্শকদের জন্য আকর্ষণীয় এই পুরস্কার সম্পর্কে তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। তাই দর্শকদের উৎসাহিত করার জন্য আমরা বছরজুড়ে নানা রকম আয়োজন করে থাকি। শরতের এই অফারে আমরা দর্শকদের বিপুল সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে। ’