September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 10th, 2024, 12:57 pm

যুক্তরাজ্যের মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের নগরবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে চতুর্থবারের মতো বিজয়ী হন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে লেবার পার্টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ এ নিয়ে চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন।

ব্লুমবার্গের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, ৪১ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ২০২১ সাল থেকে লন্ডনের সিটি অব ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আর্থিক সেবার জন্য নীতিমালা তৈরিতে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।