October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 30th, 2024, 7:40 pm

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে শিগগিরই ঢাকায় ফিরতে বলেছে সরকার।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নোটিশে বলা হয়, মুনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঢাকা সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সাঈদা মুনা ও তার পরিবারের যাতায়াতের খরচ এবং অন্যান্য ভাতা বিধি মোতাবেক সরকার বহন করবে।