December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 15th, 2022, 8:18 pm

যুক্তরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে ৩২০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তারে ৪৪ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। এজন্য ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে। গত শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লন্ডনের কম্পিটিশন আপিল ট্রাইবুনালে শুনানি করা মামলাটিতে অভিযোগ করা হয়েছে, ফেসবুক অন্যায্য শর্তাদি আরোপ করে বিলিয়ন পাউন্ড আয় করেছে। ব্যবহারকারীদের নেটওয়ার্কে প্রবেশের জন্য মূল্যবান ব্যক্তিগত ডেটা দিতে হয়েছে। ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, যারা ব্রিটেনে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন। তবে ফেসবুক বলেছে, মানুষ তাদের সেবা ব্যবহার করেছে কারণ এটি তাদের বিভিন্ন সুবিধা প্রদান করে এবং ‘ব্যবহারকারীদের হাতে মেটা প্ল্যাটফর্মে এবং কার সঙ্গে কী তথ্য শেয়ার করবে তার অর্থপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’