July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 8:07 pm

যুক্তরাষ্ট্রেও ‘ওমিক্রন’ শনাক্ত

অনলাইন ডেস্ক :

এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম যে ব্যক্তির ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তিনি করোনার দুই ডোজ টিকাপ্রাপ্ত। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। এর সাতদিনের মাথায় তিনি করোনা আক্রান্ত হন। খবর রয়টার্সের। শীতকালে করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে জোর কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্য মার্চ পর্যন্ত ভ্রমণকারীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত নতুন ধরনকে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৪ দেশে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে।