October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 8:01 pm

যুক্তরাষ্ট্রের ইহুদিরা ‘ইসরায়েলকে পছন্দ করে না’: ট্রাম্প

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার ইহুদিরা ‘ইসরায়েলকে পছন্দ করে না’। ‘ট্রাম্প’স পিস: দ্য আব্রাহাম অ্যাকর্ডস অ্যান্ড দ্য রিশেপিং অব দ্য মিডল ইস্ট’ বইয়ের লেখক ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের। যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আমেরিকার ইহুদিরা হয় ইসরায়েলকে পছন্দ করে না অথবা পরোয়া করে না। ডোনাল্ড ট্রাম্প বলেন, কংগ্রেসের ওপর আগে ইসরায়েলের ব্যাপক প্রভাব ছিল। কিন্তু আমি মনে করি, এখন পরিস্থিতি আগের ঠিক উল্টো। এ পরিস্থিতির জন্য বারাক ওবামা ও প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর পরও নির্বাচনে ইহুদিদের প্রচুর ভোট তারা (ডেমোক্র্যাটরা) পান। মার্কিন ইহুদিদের বিরুদ্ধে এমন মন্তব্য ট্রাম্প প্রথম করেছেন তা কিন্তু নয়। এর আগে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দেওয়া নিয়ে ইহুদিদের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গোড়া খ্রিস্টানরা ইসরায়েলকে এ দেশের ইহুদিদের চেয়ে বেশি ভালোবাসে। ২০১৬ সালে নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে এসব খ্রিস্টানদের বড় অবদান ছিল। এমনকি ২০২০ সালেও তারা ট্রাম্পকেই ভোট দিয়েছিলেন। তবে পরিস্থিতি এখন বদলাচ্ছে। অনেকের মতে, বেশ কয়েক বছর ধরে ডেমোক্র্যাট পার্টি ধীরে ধীরে ইসরায়েলকে সমর্থন দেওয়ার নীতি থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মতে, আইনপ্রণেতা ইলহান ওমর এবং রাশিদা তালিবের মতো প্রগতিশীল ডেমোক্র্যাটরা ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দেয় তার বিপক্ষে আওয়াজ তুলছেন। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের ক্ষেত্রে ইসরায়েল সরকার যে নীতি অনুসরণ করে তার কট্টর সমালোচক হিসেবে পরিচিত। আমেরিকার মোট জনসংখ্যার মাত্র ২.৪ শতাংশ ইহুদি। দীর্ঘদিন ধরে তাদের ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়। পিও রিসার্চ সেন্টারের ২০২১ সালের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইহুদিদের ৭০ শতাংশের মতো হয় ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে পরিচিত অথবা সে দলের প্রতি অনুরক্ত।