December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:59 pm

যুক্তরাষ্ট্রের বাংলা রক ব্যান্ড

অনলাইন ডেস্ক :

২০১৬ সালে ‘ক্রনেজ’ নামে একটি ব্যান্ডের জন্ম হয়। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকার একটি বাংলা রক ব্যান্ড। এই ব্যান্ডটি বিশ্বব্যাপী সমস্ত বাংলাভাষীদের জন্য মৌলিক গান সৃষ্টি করে যেতে আগ্রহী। গানের মাধ্যমে তারা মাতৃভূমির সাথে সম্পর্ককে খুঁজে নেন। যারা বিদেশে পাড়ি জমান তারা মাতৃভূমি আর নতুন দেশটির মাঝে একটা টানাপোড়নের মধ্যে থাকেন। প্রবাসীরা এমন একটি সময়ের কিনারায় বাস করে, যার একপাশে থাকে বর্তমান। আর এক পাশে থাকে হারানো অতীত। এই ‘সময়’ (কৎড়হ) আর ‘কিনারা’র (ঊফমব) প্রতিশব্দ জুড়ে দিয়েই ব্যান্ডের নামকরণ হয় ‘ক্রনেজ’। এই ব্যান্ডটি প্রথমে ছয়টি সিঙ্গেল গান প্রকাশ করে। এর মধ্যে অমরত্বের সাধ, স্মৃতির ক্যানভাস, অনুধাবন মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। ক্রনেজ প্রথমবারের মত গত ৩রা মার্চ আটটি নতুন গান সাজিয়ে একটা পরিপূর্ণ অ্যালবাম প্রকাশ করেছে। ভক্তরা ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিকে এই অ্যালবামের গান গুলো উপভোগ করতে পারবেন। গানগুলো ইতোমধ্যে উত্তর আমেরিকার বাংলা রক পাগল মানুষরা বেশ পছন্দ করেছেন। ক্রনেজের বিশ্বাস, বাংলাদেশেও অন্যান্য প্রতিষ্ঠিত ব্যান্ডদের গানের পাশাপাশি শ্রোতারা তাদের গান সাদরে গ্রহণ করবেন। এই ব্যান্ডে বর্তমানে ভোকালে আছেন রাফি, টনি গিটারে, শরীফ গিটার ও সিন্থে, অমিত বেস এবং এনাম ড্রামসে।