October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 26th, 2021, 7:03 pm

যুক্তরাষ্ট্রের মন্টানায় ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ৩

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবদেনে এমনটি বলা হয়। স্থানীয় সময় শনিবার বিকেল চারটায় জপলিন শহরের পাশে অ্যামট্র্যাক ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে স্থানীয় শেরিফের কার্যালয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিবহণ নিরপত্তা বোর্ড। ট্রেনটি ১৪৭ যাত্রী নিয়ে শিকাগো থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনে ক্রু ছিল ১৩ জন। অ্যামট্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধারে কাজ চলছে। আহত সবাইকে যতাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।