November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 7:56 pm

যুক্তরাষ্ট্রের ৭০টি প্রেক্ষাগৃহে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পরাণ’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করবেন ছবিটি। বায়োস্কোপ ফিল্মস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পরাণ’ মুক্তি সামনে রেখে আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশ ভালো রেসপন্স পাচ্ছেন তারা। ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে এখনও চলছে। বছরের ব্যবসাসফল ছবির তালিকায় সবার উপরে এই ছবির নাম। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। বায়োস্কোপ জানায়, ‘পরাণ’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো,মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘পরাণ’ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরইমধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি। ‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।