February 5, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 8:34 pm

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আলাবামায় টর্নেডো ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গত বৃহস্পতিবার একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এখন পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ‘আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৬ জন মারা গেছে।’নগরী সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তিনি এটাকে ভয়াবহ ক্ষতি বলে উল্লেখ করেন। কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর আর্নি ব্যাগেট জানিয়েছেন, মন্টগোমেরির উত্তর-পশ্চিমে আউটাগা কাউন্টিতে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। সেলমায় মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে নগর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি সেলমার আশপাশে যে কোনো ক্ষতির ছবি পাঠাতে বাসিন্দাদেরও বলেছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিদ্যুতের লাইন ও গাছ ভেঙে পড়ায় সেলমার অধিকাংশ সড়ক বন্ধ রয়েছে। সেলমার কর্মকর্তারা শহরে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে। বাসিন্দাদের সতর্কবার্তাও পাঠানো হয়।