October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 8:03 pm

যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

টেক্সাসে গত মাসের গণগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে গত শনিবার লাখো মানুষ বিক্ষোভ করে। আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে গত শনিবার প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা। সংগঠনটি বলেছে, অব্যাহতভাবে মানুষের মৃত্যুর মধ্যে তারা রাজনীতিবিদদের চুপ করে বসে থাকতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকে সমর্থন করেছেন। তিনি কংগ্রেসকে ‘সাধারণ বুদ্ধিতেই যা আসে’ সে রকম আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাস করার আহ্বান জানিয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন করে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ির দাবি উঠেছে। ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বলছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তা আমেরিকানদের হত্যা করছে। সূত্র : বিবিসি।