October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:15 pm

যুক্তরাষ্ট্রে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় গত সোমবার বিকেল আঘাত হানা ভূমিকম্পটিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানায়। ইউএসজিএস জানায়, গত সোমবার দুপুরে সান ফ্রান্সিসকো থেকে ২১০ মাইল উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো। এটির কেন্দ্র স্থল হামবোল্ট কাউন্টির খুবি কাছে ছিলো। ভূমিকম্পের পর সেখানে অন্তত ৪০টি ভূকম্পণ অনুভূত হয়েছে। তবে জনবসতি কম থাকায় হামবোল্ট কাউন্টি থেকে মানুষজন সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। হামবোল্ট কাউন্টি শেরিফ উইলিয়াম হনসাল বলেন, ‘প্রথম দিকে ভূকম্পণের মাত্রা কম থাকলেও পরে তা অনেক বেড়ে যায়।’ ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে এটি নিশ্চিত যে ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। ১৯৯৩ সালে এ অঞ্চলটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মারা যান মাত্র একজন ব্যক্তি।