October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 8:24 pm

যুদ্ধ নিয়ে নতুন আলোচনায় রাজি ইউক্রেন ও রাশিয়া

অনলাইন ডেস্ক :

রাশিয়া ও ইউক্রেন তাদের যুদ্ধ নিয়ে পুনরায় আলোচনা করতে রাজি হয়েছে। তবে আলোচনার স্থান ও সময় এখনও জানা যায়নি। এছাড়া আলোচনার মাধ্যমে চলমান যুদ্ধের অগ্রগতি হবে এমন আশাও কম।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেছেন, দিনের দ্বিতীয় ভাগে, সন্ধ্যার কাছাকাছি সময়ে তাদের প্রতিনিধি দল ইউক্রেনের আলোচকদের জন্য অপেক্ষা করবেন।
ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তাঁর দেশের কর্মকর্তারা নতুন আলোচনার জন্য প্রস্তুত। তবে স্থানের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। এছাড়া কিয়েভ রাশিয়ার কোনো আল্টিমেটাম মেনে নেবে না বলেও জানান তিনি।
কুলেবা বলেছেন, রাশিয়ার দাবি এখনও একই রয়েছে যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, পুতিনের সংস্কৃতি উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কিই রাশিয়ার প্রধান আলোচক হিসেবে থাকবেন।
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে গত রবিবার বেলারুশ ও ইউক্রেন সীমান্তে দু’দেশের মধ্যে প্রথম দফা আলোচনা হয়।