October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 8:00 pm

যেখানে সবার ওপরে কোহলি

অনলাইন ডেস্ক :

একের পর এক রেকর্ড ভাঙ্গার মিছিল চলছে চলতি বিশ্বকাপে। বিশ্বকাপের লিগ পর্বে ম্যাচে বেশকিছু রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ড্যাশিং ব্যাটার বিরাট কোহলি। ভারতের এই ড্যাশিং ব্যাটার ৯ ম্যাচে করেছেন ৫৯৪ রান। ৯৯ গড়ে এসেছে তার রান। এবারের বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীনের পাশে উঠে এসেছেন তিনি। ৯ ম্যাচে করেছেন ২ সেঞ্চুরি। আছে একটি ডাকও। দুইয়ে আছেন কুইন্টন ডি কক। করেছেন ৫৯১ রান। চারটি সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। ৬৫.৬৬ গড় তার। কোহলির থেকে মাত্র ৩ রান কম এই প্রোটিয়া ব্যাটার দলকে বিশ্বকাপের সেমিতে তোলার ক্ষেত্রে বড় অবদানই রেখেছেন। তালিকার তিনে আছেন রাচিন রবীন্দ্র। করেছেন ৫৬৫ রান। ২৩ বছরের আগে বিশ্বকাপের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এরই মাঝে করে ফেলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই ব্যাটার।

বিশ্বকাপের সবচেয়ে বড় সারপ্রাইজও বলা যায় রাচিনকে। ৩ সেঞ্চুরি আর ২ হাফসেঞ্চুরির মালিক রাচিন। চারে থাকা রোহিত শর্মার রান ৫০৩। এবারের আসরে ১টি সেঞ্চুরি করেছেন। তাতেই বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। পাঁচে আছেন ওয়ার্নার। করেছেন ৪৯৯ রান। ২ সেঞ্চুরি আর ২ হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে। সেরা বিশে অবশ্য নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ২১ নম্বরে। অভিজ্ঞ এই ব্যাটার করেছেন ৩২৮ রান। ১ সেঞ্চুরি আর ১ হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেছেন রিয়াদ।