September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 6th, 2023, 8:28 pm

যেভাবে শাশুড়িকে পটালেন কিয়ারা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’। এই সিনেমার প্রচারের সময় তিনি জানিয়েছেন যে, কিভাবে অল্প সময়ের মধ্যে তিনি তার শাশুড়ি রিম্মা মালহোত্রাকে পটিয়েছেন। কিয়ারা বলেন যে, তিনি পানি পুরি, ফুচকা এবং গোল গাপ্পা পছন্দ করেন। তার শাশুড়িও এগুলো পছন্দ করেন। আর এভাবেই ব্যাটে বলে মিলে গেল দুইজনের। এমনকি, কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানে আলাদা করে পানি পুরির কাউন্টারও ছিল। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, কিয়ারার শাশুড়ি বর্তমানে মুম্বাইয়ে তাদের সাথেই রয়েছেন।

বিয়ের প্রথম দিনেই তারা দুইজন মিলে সবার জন্য বাড়িতে পানি পুরি বানিয়েছিলেন। এতে তার শাশুড়ি বেশ খুশি হয়েছিলেন। কিয়ারা আদভানি, বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সাথে এই বছর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রশংসায় ভাসছেন। এমনকি তার স্বামী সিদ্ধার্থও ইনস্টাগ্রামে তার অভিনয় সম্পর্কে একটি আবেগপূর্ণ নোট লিখেছেন। খুব শীঘ্রই, কিয়ারাকে অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ‘গেম চেঞ্জার’ সিনেমাতে দেখা যাবে। যেখানে তার সাথে কারিনা কাপুর খানও অভিনয় করবেন।