October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 2nd, 2023, 8:10 pm

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘সুলতানপুর’

অনলাইন ডেস্ক :

সৈকত নাসির পরিচালিত পলিট্রিক্যাল-থ্রিলার ঘরানার সিনেমা ‘সুলতানপুর’। শুক্রবার (২রা জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এসব তথ্য নিশ্চিত করেছন নির্মাতা নিজেই। সিনেমা প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি সেগুলোকে কন্টেন্ট বলি। তবে ‘সুলতানপুর’ আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। সেসব চরিত্রে আমি শিল্পীদের নিয়েছি, কোনো তারকা নয়।

আমার বিশ্বাস, দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।’ সিনেপ্লেক্সের মধ্যে সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল, মিরপুরের সনি স্কোয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স ও কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাঁদমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন ও নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে সুলতানপুর।

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ। এ সিনেমা নিয়ে অধরা খান বলেন, ‘অনেক আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তার প্রায় তিন বছর পরে এটি মু্ক্িত পাচ্ছে। আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সে গল্পটা তাদের ভালো লাগবে।’ দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সৈকত নাসির। তাছাড়া এর হিন্দি স্বত্ব এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।